তালায় সরকারি গাছ আত্মসাৎ করে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু পল্টু
জোহর হোসেন সাগর: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরা কাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে, জাহাঙ্গীর আলম পল্টু গত (১লা মার্চ)২০২৪ সরকারি ছুটির দিনে শুক্রবার সকাল সাতটা থেকে ৩-৪ জন শ্রমিক নিয়ে হাজরাকাটি টু কাঠবুনিয়া সড়কের রাস্তার ধার থেকে সরকারি গাছ কেটে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। এর আগেও তিনি এই রাস্তা থেকে অনেকগুলো গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ এলাকাবাসী।সরকারি গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন, পরবর্তীতে (৫ মার্চ )২০২৪ বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্ব দিয়েছেন তালা থানা ও ফরেস্ট ডিপার্টমেন্ট। বিষয়টি অনেকদিন পার হয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ বিষয়ে এলাকাবাসীর ভিতরে এটি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাজরাকাটি এলাকার নুর উদ্দিন বলেন ,আমার জমির পাশের রাস্তার গাছ পল্টু কাটে কি ভাবে এই খানে তো তার কোন জমি নাই পল্টু সব সময় এই ভাবে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে নিচ্ছে একে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন বলেন, আমি নিজের চোখে দেখেছি জাহাঙ্গীর আলম পল্টু সরকারি রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি তাকে নিষেধ করলে তিনি আমাকে উল্টা হুমকি দিয়েছে বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করি, এ বিষয়ে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তবে এ বিষয়ে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় এভাবে সবাই গাছ কাটতে থাকবে একসময় দেখা যাবে রাস্তার ধারে কোন গাছ থাকবে না। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি গ্রহণ করা হোক ।
তালা থানার অফিসার ইনচার্জ মমিনুর ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে । দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।