জমির বিরোধে জেরে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার :সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় সদর উপজেলার ঘুনা গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোঃ আইনুল হক (৫৫), মোঃ মাসুদ রানা (১৯), মোঃ ইয়াছিন কবির (১৬), বাসারুল ইসলাম (৪৪), আক্তারুল ইসলাম (৩৫), মোঃ ইসরাইল হোসেন তুহিন (২৭) ও মোছাঃ রমেছা খাতুন (৬০)।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘুনা এলাকার মোঃ আইনুল হক এর সঙ্গে প্রতিবেশী মোঃ ফজর আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সাতক্ষীরা সদর থানায় মোঃ আইনুল হক লিখিত অভিযোগ দিলেও তা উপেক্ষা করেন মোঃ ফজর আলী।
এরই জেরে মোঃ ফজর আলী তার লোকজন নিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অতর্কিত হামলা করে মোঃ আইনুল হক ও তার দুই ছেলে মোঃ মাসুদ রানা, মোঃ ইসরাইল হোসেন তুহিন, মোঃ ইয়াছিন কবিরের উপর। এ সময় কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় তাদের। আহতদের চিৎকারে বাসারুল ইসলাম, আক্তারুল ইসলাম, ও মোছাঃ রমেছা খাতুন ঠেকাতে আসলে হামলাকারীরা তাদের কেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেপরে আসপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এনিয়ে মোঃ আইনুল হক এর ছেলে মোঃ ইসরাইল হোসেন তুহিন বাদিহয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার জমা দিয়েছে বলে জানা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে পুলিশ।