মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশিসহ ৩ জন নিহত
ডেস্ক নিউজ:
মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন বিদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৩৮ বছর বয়সী বাংলাদেশিও রয়েছে। নিহতদের ‘সেন্ট্রো গ্যাংয়ের’ সদস্য মনে করে গুলি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, অপরাধীচক্র সেন্ট্রো গ্যাং একটি গহনার দোকানে ডাকাতি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ।
এরপর অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। তখন সেন্ট্রো গ্যাংয়ের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। পুলিশ বলেছে, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টায় পেকান-কুয়ান্তান বাইপাসের কেএম–১৭ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
পুলিশ আরও জানায়, নিহত অপর দুজন পুরুষ ভিয়েতনামের নাগরিক বলে জানা গেছে। তাঁদের বয়স আনুমানিক ৩৬ বছর ও ৪৪ বছর। তিনজন পুরুষকেই গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পাহাংয়ের পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওসমান বলেন, ‘গাড়িটির যাত্রীরা পাহাং রাজ্য উন্নয়ন বোর্ডের এলাকায় সন্দেহজনক আচরণ করেছিল। তাদের গাড়ি থামানোর নির্দশ দিলেও তারা তা অমান্য করে দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। এরপর আমাদের টহল গাড়ি তাদের ধাওয়া করে।’
এ সময় ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও দাবি করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ‘গাড়িটি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে দেখা যায়, গাড়ির ভেতরে তিনটি মৃতদেহ পড়ে আছে।’
দাতুক সেরি ইয়াহিয়া ওসমান আরও বলেন, গাড়িটির ভেতর থেকে সাতটি গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়েছে। ড্রিল মেশিন, পেষণ যন্ত্র, ধারালো অস্ত্র, হাতুড়িও পাওয়া গেছে সেখান থেকে। এগুলো ওই সন্দেহভাজন বাংলাদেশির বলে মনে করা হচ্ছে।
ভিয়েতনামি দুই নাগরিকের সঙ্গে পাসপোর্ট ছিল বলেও জানায় পুলিশ। তাদের ধারনা, তাঁরা মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেছিলেন।
সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান দাতুক সেরি ইয়াহিয়া ওসমান। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধসহ পুরো ঘটনার তদন্ত চলছে।’