টাকার জন্য কলেজে পড়ে আছে কবির একাডেমিক সার্টিফিকেট গুলো
হাফিজুর রহমানঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে কবি সুজিত হালদার। তিনি লেখালেখি ও ছবি আঁকতে খুবই পারদর্শী। এই পর্যন্ত তিনি ২ টা ভাষায় সনেট কাব্য গ্রন্থ লিখছেন, বিশ্ব শান্তিতে জাতিসংঘ কাব্যগ্রন্থ (বাংলা), দ্যা ইউনাইটেড ন্যাশনস কাব্যগ্রন্থ (ইংরেজি)। কবি ইংরেজ কবি হওয়ার স্বপ্ন নিজেই পূরণ করে বসেন। এই উপকূলীয় হতদরিদ্র পরিবারের ছেলে অর্থের অভাবে হয়তো পড়ালেখা সেভাবে করতে পারিনি কিন্তু মেধাবী ও প্রতিভাবানে খুবই পটু। তিনি সর্ব সময় দুই দিকে পড়াশোনা করতে ভালবাসেন এবং পড়েছেন ও তাই। ইন্টারমিডিয়েট পাশ করার পর কবি একদিকে খুলনা খান জাহান আলী কৃষি কলেজ থেকে কৃষি ডিপ্লোমা শেষ করেন ২০১৮ সালে, অন্য দিকে খুলনা খান জাহান আলী আদর্শ কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন ২০২০ সালে। কিন্তু দুঃখের বিষয় হলো, অর্থের জন্য এখনো তিনি কলেজ থেকে কৃষি ডিপ্লোমার সার্টিফিকেট ও রাষ্ট্র বিজ্ঞানের সার্টিফিকেট তুলতে পারিনি। অন্য কোথাও চাকরির আবেদন ও সেভাবে করতে পারেন না। এখন কবির জীবদ্দশায় দিন কাটে জন মজুরি ও মাইনে খাটে। কবি কলেজ কতৃপক্ষের কাছে টাকা মওকুফ করার দাবি ও সার্টিফিকেট মুক্ত করার অনুরোধ জানাচ্ছেন।