সাতক্ষীরায় অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা
নিজস্ব প্রতিনিধি: অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ-শীর্ষক প্রকল্প এর প্রকল্প অবহিতকরন বিষয়ক এক সভা সোমবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।অগ্রগতি সংস্থার আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো-অর্ডিনেটর জোহরা খাতুন এবং অগ্রগতি সংস্থা’র অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান।অনুষ্ঠানে জানানো হয়, উইনরক ইন্টারন্যাশনাল, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব স্টেটস এর সহযোগিতায় ৬টি সহযোগি সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ১১টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা জেলার তালা, আশাশুনি এবং দেবহাটা উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করবে। যা ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত থাকবে।এ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা জেলার ৩ টি উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ টি গ্রামে ১ হাজার ৮৮০ জন কৃষি ও মৎস চাষীদের নিয়ে ক্লাইমেট স্মার্ট কৃষিতে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের কাজ করবে। এছাড়া প্রকল্পটি জরবায়ু পরিবর্তন ও মানব পাচারের মধ্যে কোন সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে গবেষনা পরিচালনা করবে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যম কর্মীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ও অগ্রগতি সংস্থা একটি মানবাধিকার ভিত্তিক সংগঠন। বাংলাদেশে উইনরক ইন্টারন্যাশনাল ও অগ্রগতি সংস্থা মানব পাচার প্রতিরোধে দীর্ঘ বছর ধরে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দূর্যোগ মোকাবেলা ও বিকল্প কর্মসংস্থান নিয়ে ও সংস্থা দুইটি কাজ করে আসছে।