বিশ্বব্যাংকের নতুন বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান
ডেস্ক নিউজ:
বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনসালটেন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক হয়েছেন সাবেক সিনিয়র সচিব শরিফা খান।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তিতে তাকে তিন বছরের জন্য এ নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে শরিফা খানের অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে বলা হয়েছে।
শরিফা খান পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন। তিনি ২০২২ সালের ১৭ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্ব পান। পরের বছরের অক্টোবর সিনিয়র সচিব হন তিনি।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন শরিফা খান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Please follow and like us: