নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ফিরোজ আহম্মেদ স্বপন

কামরুল হাসান: দ্বাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ মার্চ) সকাল ১১ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি চট্রগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান। বৈঠকে অতিথি হিসাবে অংশগ্রহন করেন স্থায়ী কমিটির সদস্য নৌ- পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চট্রগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, দিনাজপুর-১ আসনের সংসদ মো: জাকারিয়া, সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, বাগেরহাট- ৩ আসনের সংসদ হাবিবুন নাহার ও ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্রগ্রাম বন্দর কতৃপক্ষ, মোংলা বন্দর কতৃপক্ষ, পায়রা বন্দর কতৃপক্ষ, স্থল বন্দর কতৃপক্ষ,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন করপোরেশন ও নৌ- পরিবহন অধিদপ্তরের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে, স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদ্স্য ফিরোজ আহম্মেদ স্বপনের কাছে সেল ফোনে প্রথম বৈঠকের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, প্রথম বৈঠকে কমিটির সভাপতি সহ সকল সম্মানিত সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও কূশল বিনিময় করা হয়। তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌ-পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ সকল কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। কমিটির সভাপতি সহ সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে বিভিন্ন বন্দর সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের অন্যান্য কর্মকান্ড পরিদর্শন ও পর্যাবেক্ষন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান। সব শেষে তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাফল্য কামনা করে দেশের অগ্রগতি ও উন্নয়নে নিজের দায়িত্ব ও কর্ত্তব্য পালনে দৃঢ়তা প্রকাশ করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)