আউট হওয়ার পর লঙ্কানদের দিকে তেড়ে যাওয়ায় বড় শাস্তি পেলেন হৃদয়
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন আলোচনা-সমালোচনা। সেই নাগিন ড্যান্স থেকে শুরু, যা যতই দিন গড়িয়েছে শুধু বেড়েছে। গতকাল সিলেটে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাড়তি উত্তেজনা। এমনকি আউট হওয়ার পর মেজাজও হারান তাওহীদ হৃদয়। যার খেসারত দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁকে জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
লঙ্কানদের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল বাংলাদেশ শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায়। নুয়ান থুসারার হ্যাটট্রিকে প্রথম ৬ ওভারেই গুঁড়িয়ে যায় বাংলাদেশের টপ অর্ডার। সেই হ্যাটট্রিকের পথে দ্বিতীয় উইকেটটি ছিল হৃদয়ের। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে হৃদয় আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ফেলেন। উদ্যাপনরত লঙ্কানদের দিকে তেড়ে যান হৃদয়, লঙ্কানদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাঁর।
মাঠেই মেজাজ হারিয়ে বাকবিতণ্ডায় জড়ানো তাওহীদকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজ এক বিবৃতিতে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করে আইসিসি। বাংলাদেশি ব্যাটসম্যানকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু জরিমানাই করা হয়নি, পাশাপাশি হৃদয়ের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির ২.২ ধারার ‘স্পিরিট অব গেইম’ বিরোধী কাজ করায় হৃদয় শাস্তির মুখে পড়েছেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি হৃদয় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।