খালেদা জিয়ার উপদেষ্টা খায়ের কারাগারে
ডেস্ক রিপোট:লক্ষ্মীপুরের দুই মামলায় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদালত থেকে প্রিজনভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা দুটি করে। আবুল খায়ের ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন।এদিকে তার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতাকর্মীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেন। তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় মিছিল করেন তারা।গত বছরের ১৮ জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডের বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ঘটনার পর দিন সদর থানায় পৃথকভাবে চারটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। এই চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের, সাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ প্রায় সাড়ে তিন হাজার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়।