ষড়যন্ত্র থেকে সকলকে সজাগ থাকার আহবান ভোমরা সিএন্ডএফর
নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দরকে অস্থিতিশীল করা হচ্ছে এমন অভিযোগ তুলেছে ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন। তাদের দাবি আমদানী রপ্তানীকারক এ্যাসোসিয়েশন নামীয় নিবন্ধনহীন সংগঠন বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার (৯মার্চ) ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সকল ষড়যন্ত্র থেকে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ‘বিগত বেশ কিছু দিন যাবৎ আমরা লক্ষ্য করিতেছি যে, আমদানী রপ্তানীকারক এ্যাসোসিয়েশন নামীয় নিবন্ধনহীন একটি সংগঠন ভোমরা স্থলবন্দর কে অস্থিতিশীল এবং ভোমরার উন্নয়নে বাধাগ্রস্থ করার লক্ষ্যে মিথ্যা অপপ্রচার, মটর সাইকেল শো-ডাউন, মিথ্যা সংবাদ পরিবেশন সহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। উক্ত সংগঠনের মিথ্যা কার্যকলাপের কারনে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিবন্ধনহীন সংগঠনটি বিগত দিনের কার্যক্রম এবং বর্তমান অপতৎপতার দেখে মনে হচ্ছে সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে সাতক্ষীরা জেলায় ২০১৩-২০১৪ সালের পুনারাবৃত্তি করতে চাচ্ছে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে অর্থনৈতিক সম্ভাবনাময় সাতক্ষীরা জেলাকে দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার তৎপতায় লিপ্ত। আমরা তাদের এহেন কর্মকান্ডে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম কোন অশুভ শক্তির প্রচারণা আমরা কোন ভাবেই বরদাস্ত করবো না। ভোমরা বন্দরের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এবং ব্যবসায়ীদের আস্থা ধরে রাখতে আমরা যে কোন সিদ্ধান্ত নিতে পিছপা হবো না।