কাউন্সিল ইস্যুতে বিভক্ত বিএনপি
ডেস্ক নিউজ:
চলতি বছরের শেষ নাগাদ কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন এবং নেতৃত্ব পুর্নবিন্যাস ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের মধ্যে এক পক্ষ চায় কাউন্সিল হোক, অন্য পক্ষ চায় বর্তমান নেতৃত্বই থাকুক।
জানা গেছে, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চান কাউন্সিল হোক। আর কেন্দ্রীয় কমিটির অনেক শীর্ষ নেতা চান তারেক রহমানের নেতৃত্ব বহাল রাখতে।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, যেহেতু তারেক রহমান দণ্ডপ্রাপ্ত ও দেশে থাকেন না। এ কারণে তার সরাসরি নেতৃত্বে থাকা উচিত নয়। যোগ্য নেতৃত্বের অভাবেই অতীতে কোনো আন্দোলন-কর্মসূচিতে সফল হয়নি বিএনপি। সুতরাং সাংগঠনিক পুর্নবিন্যাস এবং আন্দোলন-কর্মসূচি গতিশীল করার ক্ষেত্রে কাউন্সিলের বিকল্প নেই।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক সিনিয়র নেতা মনে করেন, চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ ও দীর্ঘদিন ধরেই রাজনীতির বাইরে। এ অবস্থায় তারেক রহমানই একমাত্র যোগ্য নেতা। তিনি সর্বোত্তম পন্থায় দল চালাচ্ছেন।
এদিকে কাউন্সিল ইস্যুতে বিএনপির মধ্যে বিভক্তির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ বিভক্তি দূর না করলে কাউন্সিল করেও কোনো লাভ হবে না। আগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। এরপর যোগ্য নেতা নির্বাচন করে আন্দোলন-কর্মসূচি পালন করতে হবে।