ইতিহাস গড়তে শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। যার শুরুটা হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। যেখানে ১-১ এ সমতা এনেছে দুদল। স্বাভাবিকভাবেই সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ম্যাচটি যেই জিতবে সিরিজ তার পকেটে।
শ্রীলংকার বিপক্ষে এর আগে কখনোই কোনো টি-২০ সিরিজ জেতেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের বিপক্ষে এর আগে কোনো ম্যাচও জেতেনি টাইগাররা। সেই শ্রীলংকার বিপক্ষে এবার সিরিজ জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের।
শনিবার বিকেল সাড়ে তিনটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিহাস গড়ার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা।
এই সিরিজের প্রথম ম্যাচটা জিততে জিততে হেরেছে বাংলাদেশ। হারের মুখ থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুর্দান্ত ইনিংস খেললেও ফিনিশিংটা দিতে পারেননি তাদের কেউই। শেষ ওভারে ১২ রানের লক্ষ্যে ব্যাট করে ৮ রানের বেশি করতে পারেনি টাইগাররা।
প্রথম ম্যাচের আক্ষেপ ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখে টপকে গেছে টিম টাইগার্স। তবে এই ম্যাচে জয়ের চেয়েও বড় বিষয় হলো রানে ফিরেছেন অধিনায়ক শান্ত এবং সৌম্য সরকার। শান্ত ৩৮ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৬ রান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা যতবারই মুখোমুখি হয়েছে ততবারই উত্তেজনা ছড়িয়েছে। মাঠ এবং মাঠের বাইরের অনেক ঘটনা সেই উত্তাপে ঘি ঢেলেছে। এবারের সিরিজেও বিতর্ক আর প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়নি। সিলেটে শনিবার শেষ ম্যাচের নাটকীয়তার অপেক্ষায় বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট সমর্থকরা।
শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।