১১৯ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে, হাইকোর্টের রায়
ডেস্ক নিউজ:
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি টাকা কর পরিশোধের রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত ৭টি কর রেফারেন্স মামলা নিস্পত্তি করে বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০১১ সাল থেকে পরবর্তী ৫ পাঁচ বছরের জন্য তাঁকে এই অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রায়ের বিস্তারিত তুলে ধরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘উনি (ইউনূস) যে আয়করের যে রিটার্ন জমা দেন। এতে তিনি যে খরচগুলো দেখান। সেটার প্রামানিক দলিল যদি উনি দেখাতে না পারেন তখন তার খরচটা বাতিল করে দেওয়া হয়। এটা ইনকামের সঙ্গে যোগ করে দেওয়া হয়। তিনি (ইউনূস) কিছু দলিল দিয়েছিলেন এটা ট্যাক্স অথরিটি গ্রহণ করেন নি। সেই খারিজের বিরুদ্ধে তিনি প্রথমে যান কাস্টমসের কাছে, পরে যান আপিলের কাছে। সবগুলো পর্যায়ে হেরে যাওয়ার পর তিনি হাইকোর্টে আসেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শুনানী শেষে আজ হাইকোর্ট ডিভিশন রায় দিয়ে সবগুলো রেফারেন্স খারিজ করে দেন। ফলে ওনাকে এখন দিতে হবে ১১৯ কোটি টাকা। ওনার কাছে সরকারের দাবি ছিল ৫৯৪ কোটি টাকা। এখন সেটা ধাপে ধাপে… প্রথম যখন আপিল করেছেন তখন টাকা জমা দিয়েছেন, পরে যখন আপিল করেছেন তখনও টাকা দিয়েছেন। আর সবশেষ যখন হাইকোর্টে আসেন তখনও তাকে টাকা জমা দিতে হয়েছে। আইন অনুযায়ী প্রতিটি ধাপেই টাকা জমা দিতে হয়। এর প্রেক্ষিতে এখন সরকারের ওনার কাছে পাওনা রয়ে গেছে ১১৯ কোটি টাকা। এটা এখন ওনাকে দিতে হবে।’