এবার ল্যাপটপের জন্য এলো পাওয়ার ব্যাংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বর্তমানে স্মার্টফোনের জন্য পাওয়ার ব্যাংক অনেকের হাতেই দেখা যায়। এই গ্যাজেটটি দরকারিও। এবার বাজারে এলো ল্যাপটপের পাওয়ার ব্যাংক। এটি এনেছে পোর্টোনিক্স নামের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
ল্যাপটপের পাওয়ার ব্যাংকটির মডেল পোর্টোনিক্স এএমপিবক্স ২৭কে। ভারতে বিক্রি হওয়া ডিভাইসটির দাম মাত্র ৪০০০ রুপি।

ব্যাটারি বক্সটি দিয়ে অনায়াসে যেকোনো ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। এজন্য এটি ৬৫ ওয়াট আউটপুট সমর্থন প্রদান করেছে। তাই যেসব ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সেগুলো দ্রুত চার্জ হবে।

নতুন পাওয়ার ব্যাংকের ডিজাইন খুবই কমপ্যাক্ট। এটি ২ ইঞ্চি পুরু এবং ৬ ইঞ্চির একটু বেশি লম্বা। এর মানে হল যে এটি খুব বহনযোগ্য এবং আপনি ভ্রমণের সময় আপনার ডিভাইসগুলো চার্জ করার জন্য এটি আপনার সঙ্গে বহন করতে পারেন। কোম্পানি এই ল্যাপটপটি তৈরি করতে উচ্চ গ্রেডের উপকরণ ব্যবহার করেছে।

এটির ব্যাটারি ক্ষমতা ২৭০০০ এমএএইচ। এই জুস প্যাকটি ৬৫ ওয়াট আউটপুট সমর্থন প্রদান করেছে। তাই যেসব ডিভাইসে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সেগুলো দ্রুত চার্জ হবে। এই পাওয়ার ব্যাংক ২টি ইউএসবি টাইপ এ পোর্টের সাহায্যে ১৮ ওয়াট গতিতে ২টি ডিভাইস চার্জ করতে পারে। যেখানে পাওয়ার ব্যাংকে টাইপ সি পোর্ট ৬৫ ওয়াট আউটপুট দেয়।

সহজভাবে বললে, এই পাওয়ার ব্যাংকটি ১২০ মিনিটে ৬৫ ওয়াট টাইপ সি পিডি পোর্টের মাধ্যমে দ্রুত চার্জ করতে সক্ষম।

ব্যাটারি বক্সটিতে একটি পাওয়ার সুইচ রয়েছে। এছাড়াও এর ব্যাটারির অবস্থা বোঝানোর জন্য এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, কোম্পানি আইসি সুরক্ষা প্রদান করেছে, তাই এটি অতিরিক্ত চার্জিং, ওভার ডিসচার্জিং, ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট থেকে নিরাপদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)