৭ ই মার্চ উপলক্ষে নব জীবনে আলোচনা সভা
ডেস্ক রিপোট: ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে নব জীবন এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং নব জীবন সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে নব জীবন এর পক্ষ হতে সকাল ৯টায় খুলনা রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর নব জীবন কমিউনিটি সেন্টারে নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইনলাম (মন্টু)। আরো উপস্থিত ছিলেন , নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, স্কুল ট্রেনার মি. ইয়ান সচিত্রা ও নিউ জেনারেশন স্কুল মেন্টর মিস. চুনলে সিথ প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইন্সট্রাকটর মোঃ জাকির হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ৭ ই মার্চ। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন ,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । সেদিন মহান মুক্তির আনন্দে উজ্জীবিত বাঙালি জাতির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন তাঁর অমর বাণী। তিনি আরো বলেন, আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করে যে সকল সুযোগ সুবিধা স্বাধীনভাবে ভোগ করছি এবং দেশে যে শিল্প, সংস্কৃতি, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলো আমাদের মেধা ও মনন দিয়ে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে যে কাজের সাথে সম্পৃক্ত থাকিনা কেন আমাদের সর্বোচ্চ মেধ কে কাজে লাগাতে হবে তবেই এই মহান ব্যক্তিত্ব্যের অনুপ্রেরণা সার্থক হবে।