৭ই মার্চ দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সরকারি নির্দেশনা মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ। ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, আকলিমা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক রমেশ চন্দ্র সরদার।