আশাশুনিতে মুক্তিযোদ্ধার বাড়িতে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
আশাশুনি প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চেতনা নাশক ঔষধ স্প্রের পর ও গ্রিলের তালা ভেঙ্গে এক মুক্তিযোদ্ধার বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা সহ সাত লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার কাপসণ্ডা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান জানান, প্রতিদিনের মত রাতে খাওয়া শেষে তিনি ও তার স্ত্রী লতিফা রহমান ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নামাজ পড়তে উঠে দেখতে পাই লোহার গ্রিল ভাঙ্গা ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। পরে ঘটনাটি স্থানীয়দের খুলে বলেন। মুক্তিযোদ্ধার স্ত্রী লতিফা রহমান জানান, চোরেরা ভিতরে প্রবেশ করে আলমারির মধ্যে লুকিয়ে রাখা নগদ ৫ লক্ষাধিক টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। চেতনা নাশক ঔষধ স্প্রে করার কারণে ঘুম ঘুম ভাব লাগছে।পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।চুরির ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।