তালায় প্রান্তিক কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় প্রান্তিক কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) উপজেলার আচিনতলা গ্রামে তরুণ উদোগ্যতা রায়হান আওরঙ্গীর এ আর বি এগ্রো ফার্মে বৈঠকটি অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,ন্যাদারলান্ডের বিখ্যাত বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রিজিকজিয়ান ও মিরা সীডের বাংলাদেশের পরিচালক আহমদ টোনানালী,তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন,সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল সাকিব, তালা উপজেলা এগ্রিকালচারাল এক্সটেনশন কর্মকর্তা আফরোজা খাতুন রোমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল ও দিলীপ কুমার ঘোষ। এছাড়া আরও উপস্থিত ছিলেন,সি পি বাংলাদেশ লিমিটেডের খুলনা রিজিওনাল পরিচালক আজিজুল রহমান,নগরঘাটা গ্রীষ্মকালীন টমেটো চাষী রফিকুল ইসলাম,আতিয়ার রহমান,মেহেদী হাসান মিঠু,মাসুদ রানা প্রমুখ।
এসময় রিজিকজিয়ানের বীজ ব্যবহার করে চাষকৃত বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। সেই সাথে সঠিকভাবে রোপণ,পরিচর্যা ও ফসল নষ্ট হওয়া রোধে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন তারা ।