তালায় ও এম এসের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার (ও এম এস) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিময়ের অভিযোগ উঠেছে। জনপ্রতি ১৫টাকা কেজিতে ৩০কেজি চাল দেওয়ার কথা হলেও চাল কম দিয়ে আত্মসাৎ করে বাজারে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।এছাড়া চাল বিতরনের শুরু হওয়ার পরে দেরিতে গেলে সেই চাল দেয়না বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের।
সৌরভ নামে এক ভুক্তভোগী জানান,তার পরিবারে এক সদস্যের কার্ড রয়েছে কিন্তু দেরিতে যাওয়ার কারনে তাকে চাল দিতে অপারকতা জানায় জাহাঙ্গীর । এভাবে প্রতিনিয়ত চাল আত্মসাৎ করে প্রতি মাসে ৩০ -৪০ বস্থা চাল নিজে গোডাউনে রেখে সেগুলি আবার খোলা বাজারে বিক্রি করেন বলে অভিযোগ তোলেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য শিবনাথ মন্ডল জানান,জাহাঙ্গীর চালের ডিলার হয়ে দরিদ্র মানুষে চাল কম দিয়ে সেগুলি আবার বাজারে বিক্রয় করে আসছে দীর্ঘদিন যাবত । আমরা এই বিষয়টি নিয়ে একাধিক বার তাকে সহ প্রশাসনকে জানিয়ে কোন প্রতিকার পাইনি । অতি দ্রুত তার চালের ডিলার শিপ বাতিলের জন্য প্রশাসনের সুদৃষ্টি দামনা করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম জানান, আমার চাল বিতরনে কোন অনিয়ম হয়নি কোনদিন ।চাল বিতরনের সময় সেখান ট্যাগ অফিসার নিলুফা ইয়ামিন ছিলেন। যারা অভিযোগ করছে তারা মিথ্যা কথা বলছে বলে তিনি দাবী করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে ।