কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
কামরুল হাসান: কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ-২৪’ উদযাপনকে সামনে রেখে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮০ জন কোমলমতি শিক্ষার্থী(প্রতিযোগী) অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন ,উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা, মাসুদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস ও শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষিকা শিলা রানী হালদার। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ঐতিহাসিক ৭ মার্চ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকল দেশপ্রমিক মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।