১৮ ঘণ্টা পরও জ্বলছে চিনিকলের আগুন
ডেস্ক নিউজ:
পেরিয়েছে ১৮ ঘণ্টা। এখনো জ্বলছে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার চেষ্টায় রাতেই নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। তবে এখনো পর্যন্ত সম্ভব হয়নি পুরোপুরি নির্বাপণ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট। মূলত গুদামটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগছে।
সোমবার বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। শুরুর দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার খান খলিলুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট শুরু থেকে কাজ করছিল। সকালে আরো দুটি ইউনিট যুক্ত করা হয়েছে। এখনো আগুনের তীব্রতা বেশি।