সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে দুই ক্লিনিক বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় দুটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় ৯ হাজার টাকা জরিমানাসহ একই সাথে বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া শহরের ঢাকা বিরিয়ানী হাউজে খাবারের মধ্যে অপরিষ্কার থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় ৪ হাজার টাকা জরিমানাসহ অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের অনুমোদন না থাকায় সেটিও বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা সহ বন্ধের নির্দেশ দেওয়াহয়। একই সাথে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ৬ হাজার জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদলতে নির্বাহী ম্যাজিস্টেট এস এম আকাশ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিযান ডা: জয়ন্ত সরকারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্টেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত জেলায় কেউ অবৈধ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবে তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: