তালার রক্তনালীতে টিউমারে আক্রান্ত শিশু তাসকিন বাঁচার জন্য সাহায্য চায়
জহর হাসান সাগর: তালায় রক্তনালীতে টিউমারে (ভাস্কুলার এনোমেলিস) আক্রান্ত ৫ বছর বয়সী ফুটফুটে শিশু তাসকিন আহমেদ অর্থের অভাবে চিকিৎসা সেবা দিতে পারছেন না নিরুপায় পিতা-মাতা। আর একটু সাহায্য-সহযোগিতা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতো রক্তনালীতে টিউমার আক্রান্ত শিশু তাসকিন। যেখন তাসকিনকে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। কিন্তু দারিদ্রতা তার সকল চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সে মহাল্লাপাড়া গ্রামের ইজিবাইক চালক আরিফ মোড়ল ও হাসিনা বেগমের ৫ বছর বয়সী ফুটফুটে শিশু সন্তান। দরিদ্র পরিবারের সন্তান তাসকিন জন্ম গ্রহণের পর হতে তার মুখের ডান পাশে ফোলা দেখে যায়।পরে দরিদ্র পিতা-মাতা তাদের সাধ্য মতন বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অর্থের অভাবে ভালো ভাবে চিকিৎসা সেবা দিতে না পারায় শিশু তাসকিনের গালের ভিতরে শিকড়ের মতন আকার ধারণ করে। সর্বশেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ সহাদেব কুমার দাশ পরীক্ষা নিরীক্ষা জানিয়ে দেন তাসকিনের রক্তনালীতে টিউমারে (ভাস্কুলার এনোমেলিস) আক্রান্ত হয়েছে। তাকে ভারতে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। সেখানে নিয়ে গিয়ে অপারেশন করাতে সর্বমোট ৫-৬ লক্ষাধিক টাকা খরচ হবে। কিন্তু দরিদ্র পিতা-মাতার সেই সংগতি না থাকায় নিরুপায় হয়ে পড়েছেন পরিবারটি।
শিশু তাসকিনের মা হাসিনা বেগম বলেন, আমাদের যা সহায় সম্বল ছিল তা সব খরচ করে ফেলেছি। এখন আমাদের কাছে কোন অর্থ নেই । কোথায় পাব ৫-৬ লক্ষ টাকা। তিনি আরও বলেন, ডাক্তার আরো বলেছে যদি এক্ষুণি তাসকিনের অপারেশন না করা হয় তাহলে ভবিষ্যতে ক্যান্সারে রুপর নিবে। আমি আমার সন্তানের জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যর আকুতি জানাচ্ছি। আমাদের একটু সাহায্য পেলে আমার সন্তানটি বেঁচে থাকবে।
সাহায্য পাঠানোর ঠিকানা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি তালা উপশাখার একাউন্ট নং ২১১৭১২২৬০০০০০২১৪,হাসিনা বেগম। নগদ নাম্বার-০১৯৪৮৫২২৭০৫।