বড়দল বাজার বণিক সমিতির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল বাজারে পাহারা ও সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে বাজার বণিক সমিতির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) বিকালে বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। তিনি বলেন, বড়দল বাজার দক্ষিণ অঞ্চলের মধ্যে একটি ঐতিহ্যবাহী বাজার। এর সুনাম ও ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাজারে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি গতিশীল বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করে চকচকে ঝকঝকে বাজার ব্যবস্থা চালু হলে ক্রেতা বিক্রেতাদের আগমন ঘটবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পাহারার ব্যবস্থা নেয়া হবে এবং যেহেতু বাজারটি খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বাজার তাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আশাশুনির প্রত্যেক বাজারের ক্রেতা বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আশাশুনি থানা পুলিশ বদ্ধপরিকর। বাজারের যে কোন সমস্যা পরিলক্ষিত হলে আমাদের সহযোগিতার দ্বার সব সময়ই আপনাদের জন্য খোলা থাকবে। সভায় বড়দল বাজারের প্রায় সাড়ে ৩’শ ব্যবসায়ী অংশ নেয়। বাজারের নিরাপত্তার জন্য রোববার রাত থেকেই ৮ সদস্যের পাহারাদার নিয়োগ করা হয় এবং অচিরেই সমস্ত বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ।