আশআশুনিতে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্টের অধিপরামর্শ সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যানিটেশান ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রজেক্টের অধিমরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াটার এইড এর অর্থায়নে রূপান্তরের বাস্তবায়নে বিগত ৫ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িত কার্যক্রমের চিত্র তুলে ধরে সভায় অংশগ্রহনকারীদের পরামর্শ গ্রহণ ও উদ্বুদ্ধ করা হয়। পিসিআর ওয়াশ প্রকল্পের ম্যানেজার এমরান হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অতিথি হিসাবে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ওয়াটার এইড এর প্রতিনিধি রেবিন চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর ছিদ্দিক। সভায় প্রকল্পের আওতায় বিগত ৫ বছরে প্রকল্প এলাকায় সুপেয় নিরাপদ পানি, স্কুল পর্যায়ে নিরাপদ পানি পরিকল্পনা ও স্যানিটেশন ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানি পরিকল্পনা ও স্যানিটেশন ব্যবস্থা, বিভিন্ন পর্যায়ে পানি নিরাপদ করা পরিকল্পনা সেশন পরিচালনা এবং কমিউনিটি ও স্কুল পর্যায়ে নারীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্চা বিষয়ক বাস্তবায়িত কর্মকান্ডের তথ্যচিত্র তুলে ধরে উদ্বুদ্ধকরণ আলোচনা ও পরামর্শ গ্রহন করা হয়।