বৈদ্যুতিক গাড়ি বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল
প্রযুক্তি ডেস্ক:
শত শত কোটি ডলারের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত সপ্তাহে স্বয়ংক্রিয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির প্রকল্পটি বাতিল করে প্রযুক্তি জায়ান্টটি। এর পরিপ্রেক্ষিতে নিজেদের ইভি প্রকল্পে কাজ করা কর্মীর অধিকাংশকেই জেনারেটিভ এআই বিভাগে পাঠানো হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ইতিমধ্যে ২ হাজার কর্মীকে ‘প্রজেক্ট টাইটান’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস এবং প্রজেক্টটির প্রধান কেভিন লিঞ্চ এক বৈঠকে কর্মীদের বৈদ্যুতিক গাড়ি তৈরির এই প্রজেক্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সিদ্ধান্তটি অ্যাপলের শীর্ষ কর্মকর্তা ও বোর্ডের কয়েক মাসের আলোচনার পর চূড়ান্ত করা হয়েছে। পুরো প্রজেক্টের প্রায় এক-তৃতীয়াংশ কর্মী অ্যাপল নিজেদের অন্যান্য প্রকল্পে কাজে লাগাবে বলে জানা যায়। যারা গাড়ির হার্ডওয়্যার, ইলেকট্রনিক্সসহ অন্যান্য কাজে নিয়োজিত ছিল তাদের প্রতিষ্ঠানটির অন্য কোনো প্রকল্পে কাজ খুঁজতে উৎসাহিত করা হয়েছে।
অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল ২০১৪ সালে। লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে ব্যাটারি প্রযুক্তি তৈরি করে তাক লাগিয়ে দেওয়া। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর জন্য সফটওয়্যারও তৈরি করছিল প্রযুক্তি জায়ান্টটি।
গত জানুয়ারিতে এই প্রকল্প শেষ করার জন্য সময় বাড়িয়ে ২০২৬ সালের পরিবর্তে ২০২৮ সালে বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। তবে শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি নিয়ে আশাবাদী হতে পারেনি অ্যাপল।