পাটকেলঘাটার মহাসড়ক এখন গো-ভাগাড়
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ থেকে ভৈরবনগর এলাকায় মরা গরুর ভাগাড় গড়ে তোলা হয়েছে। মরা গরুর দুর্গন্ধের কারনে দুষিত হয়ে উঠেছে বাতাস। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরার। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর সহ জেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি আজ ও এমন অভিযোগ এলাকাবাসীর ।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় বছর খানেক ধরে এক বছর ধরে-সাতক্ষীরার প্রধান এই সড়কের ভৈরবনগর ও মিঠাবাড়ী এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরু ফেলে রাখা হচ্ছে। এলাকার লোকজন এসব মৃত গরু গর্তে না পুঁতে সড়কটির উপর ফেলে রাখায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে মাইলের পর মাইল দুর্গন্ধ ছড়ানোর ফলে পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে। এতে রাস্তায় চলাচলকারি পথচারি ও এলাকার বসবাসরত ঘর-বাড়িতে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুর্গন্ধে ওই এলাকার কৃষকরা ক্ষেতে ও মৎস্য ঘেরে কাজ করতে পারছেনা।অতিদ্রুত রাস্তা পরিষ্কার রাখতে ও পরিবেশ দূষনকারী এসকল দুষ্কীকৃতিকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।
জেলা নাগরিক কমিটির নেতা আলিনুর খান বাবলু জানান, বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের। কিন্তু সেটি তারা না দেখায় এলাকার পরিবেশ দূষিত হয়ে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। পশুর বর্জ্য ও মৃত পশুর পঁচা দূর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেননি।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি দেখছি কিভাবে এসমস্যা দ্রুত দূর করা যায় ।