বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন লায়লা পারভীন সেঁজুতি
নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন লায়লা পারভীন সেঁজুতি-এমপি। আওয়ামী লীগ, কৃষক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য দিলীপ কুমার অধিকারী, রাজধানী ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গুহ উত্তম কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, বাংলাদেশ সংবাদ সংস্থার দিদারুল ইসলামসহ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। ওইদিন বিকাল ৩টা ৪০মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ৫০জন নারী আসনের সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
সাবেক প্রাদেশিক পরিষদ বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক, নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।