আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব ….. সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকাল ৪ টায় পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স.ম আলাউদ্দীন চত্ত¡রে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৩ নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন, আরাফাত হোসেন, গীতা পাঠ করেন, দেবাশিষ বিশ্বাস। এসময় প্রধান অতিথি তালা উপজেলা বাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভালবাসা আমি কখনো ফিরাবো না। আমি সংসদে দাড়িয়ে সর্বপ্রথম যে বক্তব্যটি রেখেছি সেটি হচ্ছে এই পাটকেলঘাটা বাজারকে উন্নয়নের দাবি রেখেছি। আমি মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার কাছে দাবি রেখেছি এই পাটকেলঘাটাকে দ্রæত উপজেলা বাস্তবায়নের জন্যে। আমি বলেছি পাটকেলঘাটা দক্ষিণ এলাকার একটি প্রক্ষাত ব্যবসায়িক কেন্দ্রবিন্দ। কিন্তু বাজারে ঢোকার কোন প্রবেশ পথ ভাল নাই। বাজারের কোন উন্নয়ন আমার চোখে পড়েনি। তালা উপজেলার গ্রামীন পথ গুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা গুলি সংষ্কার করার জন্যে গতানুগতিক ভাবে যদি বরাদ্দ দেন আমি দশ বছরেও এই তালার এই উন্নয়ন কর্মকান্ড শেষ করতে পারবো না। তিনি প্রধান মন্ত্রিকে আরো বলেন, একটি বিশেষ প্রকল্প তৈরী করে সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের নামে একটি প্রকল্প তৈরী করে তাতে বরাদ্দ দিয়ে এই তালা এবং কলারোয়া উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রধান মন্ত্রীর কাছে জোর দাবি রাখেন। এতে নেত্রী আমার মাথায় হাত দিয়ে বলেন, আমি সব ডিপার্টমেন্টকে বলে দিব। মাননীয় সংসদ সদস্য সবাইকে ধৈর্য ধারন করতে বলে বলেন, আপনারা আমাকে একটু সময় দেন আমি আস্তে আস্তে আপনাদের সব দাবি আমি পুরন করব। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন সে ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। মানুষ মাত্র ভুল হয়। যদি ভুল করে ফেলি দুর থেকে আমার ভুলে সমালচনা করবেন না। আমাকে আমার ভুলের কথা সরাসরি বলবেন। আমি ধরে নিব আপনি আমার সব থেকে হিতাকাঙ্খি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি, আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিশিষ্ট ব্যবসায়ী হাসান হোসেন, সাংবাদিক আবু হোসেন ও অধ্যাপক নাজমুল হক। অনুষ্ঠানের শুরতে প্রধান অতিথিকে সোনার নৌকা দিয়ে উপহার তুলে দেন পাটকেলঘাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আব্দুল হাই।