দেবহাটায় তিন দিনব্যাপী বই মেলা’র উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়ায় উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে ফেস্টুন উড়িয়ে এবং ফিঁতা কেটে প্রধান অতিথি আলহাজ্ব মো. নজরুল ইসলাম এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবি সংগঠন ফেয়ার মিশন আয়োজিত তিন দিনব্যাপী এ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনি, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দীন মুকুল প্রমুখ।
‘বই পড়ি দেশ গড়ি, জ্ঞান সমৃদ্ধ জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের বই মেলায় মোট ১৪টি স্টলে বই বিক্রি হবে। মেলাটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত।