দেবহাটায় জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মৎস্য অফিসার আলমগীর হোসেন সহ সব ক’টি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী তিন বছরের জন্য উপজেলার তিনটি জলমহালের মধ্য থেকে কুলিয়ার একখালি খালটি পারুলিয়া আদর্শ মৎস্যজীবি সমিতিকে বার্ষিক ১ লাখ সাড়ে ১২ হাজার টাকা এবং কামারাবাদ খালটি আটশতবিঘা মৎস্যজীবি সমবায় সমিতিকে বার্ষিক ১ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব প্রদানের চুক্তিতে ইজারা দেয়া হয়। অপরদিকে কুলিয়ার বিশফুট খালটির ইজারা কার্যক্রম আপাতত স্থগিত রেখে আবেদনকারি মৎস্যজীবি সংগঠন দুটির আবেদন যাচাই বাছাই সহ সার্বিক বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।