বিদ্যুতের দাম বাড়ছে
ডেস্ক নিউজ:
বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আজই নতুন দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী ৩ বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে বাসা-বাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ডলারের যে ডিফারেন্স হয়ে গেছে, টাকা যে মূল্য হারিয়েছে এতে একটা বড় পরিমাণ ডিফারেন্স হয়ে গেছে আমাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানির দামে। এটাকে সমন্বয় করতে হবে। আমরা সমন্বয় করতে চাই। আমি কিন্তু বারবার একটা কথা বলে আসছি, আমরা দাম বাড়াচ্ছি না। আমরা সমন্বয় করছি।’
মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণের দুশ্চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের দাম মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণের দুশ্চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের দাম
সেদিন নসরুল হামিদ জানান, ব্যবহারের পরিমাণ অনুযায়ী তিনটি স্তরে বিদ্যুতের দাম নির্ধারণ হবে। মাসে ২০০ ইউনিটের কম ব্যবহার করলে প্রতি ইউনিটে ৩০ পয়সা বাড়বে। মাসে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের, প্রতি ইউনিটে ৭০ থেকে ৮০ পয়সা বেশি দিতে হবে।
গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ করে বাড়ানো হয়। ভর্তুকির চাপ সামলাতে আগামী ৩ বছর বিদ্যুতের দাম এভাবে সমন্বয় করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।