ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন
আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে ইউরোপের নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ন্যাটোর সদস্য হাঙ্গেরি। এবার সেই বাধা কাটল। সুইডেনের ন্যাটোতে যোগদানে কোনো বাধা দেবে না বলে পার্লামেন্টের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরই ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে সুইডেন। এতে সব সদস্যের অনুমোদন দরকার। কিন্তু অনুমতি দিতে দেরি করছিল হাঙ্গেরি। কারণ হিসেবে তারা বলছিল, সুইডেন শত্রুভাবাপন্ন দেশ।
ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ন্যাটোট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ন্যাটো
তবে গত সপ্তাহে সবুজ সংকেত দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি বলেন, দুই দেশ এখন একে অপরের জন্য মরতেও রাজি আছে। উল্লেখ্য, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রে হামলা হলে বাকি সদস্যরা সহায়তা করতে বাধ্য। ন্যাটোর একটি নিয়মে এমনটিই বলা হয়েছে।
সোমবার হাঙ্গেরির এই সিদ্ধান্তের পর স্বাগত জানান সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। দিনটি ঐতিহাসিক এবং এটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
এই সিদ্ধান্ত এবার প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা শিগগির হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, হাঙ্গেরির এই সিদ্ধান্তের কারণে ন্যাটো আরও শক্তিশালী হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের। এমনটাই মনে করা হয়। এ কারণে ইউক্রেনে অস্ত্র সরবরাহে তিনি বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর ইইউর সদস্য সুইডেন এতে বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। এই নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব।