ডুমুরিয়ায় মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরন সভা
ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় মায়ের দুধের উপকারিতা এবং গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবহিত করন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কাজল মল্লিক। অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ডাঃ রিফাত রহমান, উপজেলা খাদ্য অফিসার মোঃ কামরুল ইসলাম, খলশী, সাজিয়াড়া হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, মোঃ শামছুজ্জামান, মিলন খান প্রমুখ। অবহিতকরণ সভায় বেশ কয়েকজন ডাক্তার বলেন, শিশুর জন্মের পরে কমপক্ষে ৬ মাস মায়ের দুধের কোন বিকল্প দুধ নেই। কেউ বেশি লাভের আশায় মায়ের দুধের পাশাপাশি অন্য কোন দুধ পান করানোর পরামর্শ দিলে সেটি আইনগত অপরাধ এবং সেক্ষেত্রে প্রমান সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার শান্তির বিধান রয়েছে বাংলাদেশ সরকারের সরকারি গেজেটে বলে বক্তারা তাদেও বক্তব্যে উল্লেখ করেন।
Please follow and like us: