জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : ভাত নয়, ভোট চাই এই শ্লোগানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতির আইনজীবী নেতৃবৃন্দ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে। (২৭ফেব্রুয়ারি) মঙ্গলবার সাতক্ষীরা জজকোর্ট চত্বরের শহীদ মিনার পাদদেশে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা এড.ইউনুচ আলী, এড. আমিনুর রহমান চঞ্চল, এড. সাঈদুজ্জামান জিকো, এডভোকেট আজাদ হোসেন বেলাল,এডভোকেট আমিনুর রহমান চঞ্চল, এডভোকেট আল মাহমুদ পলাশসহ আইনজীবী বৃন্দ। এড. শাহেদুজ্জামান সাহেদ এর পরিচালনায় বক্তারা বলেন বর্তমান জেলা আইনজীবী সমিতির আহবায়ক শম্ভু নাথ সিংহ এবং সদস্য সচিব বিএনপি নেতা এখলেছার আলী বাচ্চু প্রমুখ। নির্বাচনী নানা জটিলতা এবং নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন সমস্যার কারণে দুই বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও নির্বাচন সম্পন্ন করতে বাধ্য হয়েছে। একটি স্বার্থন্বেষী মহল আইনজীবীদের মাঝে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছে। অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। গত ৪ অক্টোবর বার কাউন্সিল চিঠি দিয়েছিল ৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন দিতে তারা ব্যর্থ হয়েছে। না না অজুহাতে নির্বাচনকে বিলম্ব করছে। বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ৩ মাসের মধ্যে নির্বাচন করে অবশ্যই বার কাউন্সিলকে অবহিত না করলে এই আইনজীবী সমিতি বার কাউন্সিলে স্থগিত থাকবে। বার কাউন্সিলের নির্দেশনামান্য করেছে। এসময় আইন জীবী বৃন্দ আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।