জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া।
৬ নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার, বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. মহিতুল হক, ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী , বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ, এস এম আকাশ, নুসরাত জাহান অনন্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কে এম শফিউল আজম,যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. মনিরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।