কালিগঞ্জে অবৈধ ভাবে মৎস্য ঘের দখলে রাখার চেষ্টা শ্বশুর-জামাই’র
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধ ভাবে মৎস্য ঘের দখলে রাখার চেষ্টা করছে শ্বশুর-জামাই বাচ্চু সরদার ও বকুল।লিখিত কোন ইজারা পত্র না থাকলেও জোর পূর্বক মৎস্য ঘেরটি নিজের দখলে রাখছে বলে জানান জমির মালিকপক্ষ। জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বুরেয়া মৌজার অর্ন্তগত ধলমারীতে ৫৫ দাগে ৪৩ বিঘা জমি জোর করে দখলে রেখে বাচ্চু সরদারও বকুল মৎস্যঘের করছে।উপজেলার বরেয়া গ্রামের জাকির সরদার, তপু সরদার, বাপ্পী সরদার দিপু সরদাব, রওফুন ও লৎফুন নেছা উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ৪৩ বিঘা জমি।২০১৭ সাল থেকে বাচ্চু সরদারের অনেক অনুরোধে মৌখিক ভাবে তাদের ইজারা দেওয়া হয়।কিন্তু ইজারা নেওয়ার ২/৩ বছর পর থেকে সে ঠিক মত ইজারার টাকা পরিশোই করেনা।ফলে জমির মালিক পক্ষ তাকে ঘের ইজারা দিতেও অস্বীকৃতি জানায়।অপরদিকে বাচ্চু সরদার ঘেরটি নিজে না করে তার জামাই বকুলের সহযোগিতায় মৎস্যঘেরটি দখলে রাখে। মৎস্যঘের ছাড়তে বারবার ছাড়ার কথা বললে বিভিন্ন টান বাহানা করে।জমির মালিক পক্ষের দাবি বকুল কে তারা কখনো মৌখিক বা লিখিত ভাবে ইজারা দেয় নাই। বকুলের বৈধ কোন কাগজ-পত্র না থাকলেও সে মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য সাংবাদিকদের দিয়ে খবর পত্রিকায় প্রকাশ করে।এরই মধ্যে মৎস্যঘেরের জমির মালিকপক্ষ ২০২০ সালে ২০২৪ সাল হতে তারালীর মিলন কে ইজারা দিয়েছে।কিন্তু তারা অবৈধভাবে জোর করে দখলে রাখায় ইজারাদারের কাছে হস্তান্তর করতে পারছে না।মৎস্যঘেরের জমির মালিকপক্ষ তপু সরদার বলেন,চলতি সনেই বাচ্চু সরদারের সাথে তাদের মৌখিকভাবে দেওয়া মৎস্যঘেরের ইজারার মেয়াদ শেষ হয়।আমি বা আমারা জমির প্রকৃত মালিক গন আর তার কাছে ঘের ইজারা দেব না। বারবার তাগাদা দেওয়া স্বত্বেও কোন কথা কর্ণপাত না করে উল্টো একপ্রকার গায়ের জোরে,অবৈধভাবে মৎস্য ঘেরটি নিজের আয়ত্ত্বে রাখার চেষ্টা করছে শ্বশুর-জামাই বাচ্চু সরদার ও বকুল।তারা অবৈধভাবে জোর করে দখলে রাখায় বর্তমানে ইজারাদারের কাছে হস্তান্তর করতে পারছি না।জমির মালিকগন তাদের জমি সুষ্ঠু ভাবে উদ্ধার পাওয়াব জন্য প্রসাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছে। অবৈধভাবে মৎস্য ঘেরটি নিজের দখলে রাখা বাচ্চু সরদার চলতি সনের কোন হারির টাকা পরিশোধ করা হয় নি স্বীকার করে বলেন,জমির মালিক পক্ষের সাথে মৌখিক ভাবে ইজারা নেওয়া হয় কোন কাগজ পত্র ছাড়া।তাদেরকে প্রতি বছরই জমির হারির টাকা পরিশোধ করা হয়েছে। এবছর তাদের সাথে একটু বনিবনা হচ্ছে না কোন কারণে।তবে দুএকদিনের মধ্যে মিটমাট হয়ে যাবে বলে জানান বাচ্চু সরদার।অবৈধ ভাবে দখলে রাখা মৎস্য ঘেরের জমির মালিক পক্ষের বিরুদ্ধে থানায় কেন অভিযোগ করা হল বললে বাচ্চু সরদার জানান এটা আমার জানা নাই।অভিযোগটি আমার জামাই বকুল করেছে বলে জানান।