হাসপাতালে নবজাতক ফেলে পালালেন বাবা-মা
ডেস্ক রিপোট: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে ফেলে রেখে পালিয়েছেন বাবা-মা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমার্জেন্সি থেকে ভর্তির কাগজ আনার কথা বলে বাবা-মা পরিচয় দেওয়া দুজন আর ফিরে আসেননি। শিশুটিকে বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও আনসার সদস্যরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন ছেলে-মেয়ে নবজাতকটি ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যায়। তারপর আর ফিরে আসেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেলে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে দুজন তরুণ-তরুণী শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসে। পরে তারা ভর্তির কাগজ আনার কথা বলে নার্সের তত্ত্বাবধানে বাচ্চাটিকে রেখে চলে গিয়ে আর ফিরে আসেনি। এখন পর্যন্ত শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে আছে।
রোববারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। তাই আমরা বিষয়টি সমাজসেবা অধিদফতরকে অবগত করেছি। এরই মধ্যে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ইএমও) ডা. শংকর বিশ্বাস জানান, শিশুটি এখন সুস্থ আছে, এরই মধ্যে হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতকটির বিষয়ে সব জয়াগায় জানানো হয়েছে। কিন্তু এখনো তার প্রকৃত অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হতে পারে বলে জানান তিনি।