সাংবাদিক আসাদুজ্জামান আসাদের পিতার অসুস্থ কামনায় সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের বিবৃতি
শেখ আমিনুর হোসেন: জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর পিতা সাবেক হাইস্কুল শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল সম্প্রতি স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সাতক্ষীরার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেন,সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক আলোর বার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।এছাড়া সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার পিতার সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান আসাদের পিতা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার পিতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি ।