দ্যা বনড`স অফ হিউম্যানিটির সহযোগিতায় সিয়াম পেল ২৬ দিনের খাদ্য
স্টাফ রিপোটার ঃসাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের একটি সামাজিক সংগঠন দ্যা বনড′স অফ হিউম্যানিটি। দ্যা বনড′স অফ হিউম্যনিটির সহযোগিতায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এতিম শিশু সিয়াম পেল তার (২৬) দিনের দুধের যোগান। মাত্র ৪ দিন বয়সে সিয়ামের মা মারা যাওয়ার পর থেকে পরবর্তীতে তার নানীর বাড়ী ছয়ঘরিয়াতে সে বিভিন্ন সমস্যা ও প্রতিকুলতার মাধ্যমে বড় হতে থাকে। সিয়ামের নানির আর্থিক অবস্থা শোচনীয় হওয়ার কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তার নিয়মিত দুধের ব্যাবস্থা করে আসছিল তার নানী। কিন্তু প্রতিদিন এক প্যাকেট করে দুধের চাহিদা হওয়ার কারণে তার নানীর পক্ষে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না।এরই মধ্যে দ্যা বনড′স অফ হিউম্যানিটির এক সদস্যের মাধ্যমে সিয়ামের খবর পেয়ে সিয়ামের জন্য এক সাথে (২৬) প্যাকেট দুধের ব্যাবস্থা করে দেয় মানবতার বন্ধন পরিবারের সদস্যরা। জানা যায় সিয়ামের মা মারা যাওয়ার পর তার পিতা শিশু সিয়াম এর কোন দায়িত্ব পালন করতে চায় না, শিশু সিয়াম অসহায় গরিব নানা-নানীর কাছে জীবন কাটছে।
Please follow and like us: