সাতক্ষীরায় স্বাধীনতা কাপ মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সখিপুর উদয়ন সংঘ
এস এম হাবিবুল হাসান :
সাতক্ষীরায় স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।তাতে প্রথমবারের মতো সখিপুর উদয়ন সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার(২৪ ফেব্রুয়ারী)দিনব্যাপী সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।খেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে।
শনিবার বিকালে ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন,যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন।
জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের সদস্য আলী নকী’র সঞ্চালনায় ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ফুটবল দল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শেখ আলমগীর কবির রানা,জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি,খন্দকার আরিফ হাসান প্রিন্স,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, সাবেক ফুটবল ও ক্রিকেটার মো. অহেদুজ্জামান আকাশ,রেফারি আসাদুজ্জামান আসাদ, জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের সভাপতি অলিউর ইসলাম।
ফাইনালে সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিম ও সখিপুর উদয়ন সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়।নির্ধারিত ২০ মিনিটের প্রথমার্ধের খেলা গোল শূন্য ভাবে উভয় দল বিরতিতে যায়।
বিরতিতে ফিরে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।উভয় দলের মহুর মহুর আক্রমণে মাঠ ভর্তি হাজারো দর্শকের উত্তেজনা ও করতালিতে মুখরিত হয়ে উঠে। তবুও কোন দল শেষ পর্যন্ত গোল দিতে পারায় গোল শূন্য ড্র নিয়ে খেলা শেষ হয়। ফলে রেফারি সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়।টাইব্রেকারে সখিপুর উদয়ন সংঘের সুজন ও সাইদুলের গোলে ২-০ ব্যবধানে সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিমকে হারিয়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন বেলুন ফেস্টুন উঠিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো. রেজাউল ইসলাম খোকন, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম সুমন, ফুটবল কোচ শেখ মুমিনুল ইসলাম কচি, রেফারি এম হারুন খান, জাফরুল্লাহ খান চৌধুরী সামু প্রমুখ।
উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিম ও মর্নিং ফুটবল টিম।
ফাইনালে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিমের বিপ্রজিৎ।