যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ছেন ঈশান-আইয়ার
স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের জার্সিতে বাইশ গজ মাতিয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ঈশান কিষাণ। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তারা দুজন।
পারফর্মের কারণে নয়, বোর্ডের সঙ্গে চুক্তিতে থেকেও ঘরোয়া টুর্নামেন্ট না খেলায় এমন শাস্তি পেতে যাচ্ছেন আইয়ার ও ঈশান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে বিসিসিআই সচিব জয় বলেছিলেন, জাতীয় দলের সঙ্গে কোনো সিরিজ বা টুর্নামেন্টে না থাকলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ এবং ভারত ‘এ’ দলের সব ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতেই হবে। না খেললে সেটার শাস্তিও কড়া হবে বলে জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব। কিন্তু তা না মেনে এখন বিপদে পড়তে যাচ্ছেন কিষাণ ও আইয়ার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন আইয়ার ও কিষাণ।
নাম প্রকাশ না করে এক সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকেরা ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রায় চূড়ান্ত করেই ফেলেছেন। বিসিসিআই শিগগিরই এ তালিকা ঘোষণা করবে। কিষাণ ও আইয়ার সম্ভবত এই তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে, কারণ বিসিসিআইয়ের নির্দেশের পরও দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলেননি’
প্রসঙ্গত, বোর্ডের চুক্তিতে আইয়ার ছিলেন গ্রেড বি-তে, যেখানে বেতন বছরে ৩ কোটি রূপি। আর কিষাণ ছিলেন গ্রেড সি-তে, সেখানে বেতন বছরে ১ কোটি রূপি। গুঞ্জন অনুযায়ী, বিসিসিআই শিগগিরই নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে যাচ্ছে।