সাতক্ষীরায় রং পালিশ শ্রমিক ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে মুন্সিগঞ্জে অবস্থিত বরসা রিসোর্টে আনন্দ ভ্রমন, আলোচনা সভা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জুম্মান আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম, রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইক, এশিয়ান পেন্টস সাতক্ষীরা’র প্রতিনিধি (এসপিএস) কাজী ফখরুল ইসলাম, নিপুন পেন্টস সাতক্ষীরা মাকেটিং অফিসার শেখ মো. নুরুল হুদা মিঠু, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি, মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি প্রমুখ।এর আগে সকাল ১০ টার দিকে নীল ডুমুর খেয়াখাট হতে ৮টি ট্রলার যোগে প্রায় ২ শতাধিক সংগঠন সদস্য সুন্দরবনের কলাগাছিয়া ইকো টুরিজম সেন্টারে পৌছায় এবং সেখানে ঘুরে সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন।