ফিট হয়ে ফিরেছেন রিশাভ পান্ট
স্পোর্টস ডেস্ক:
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্ট। বেঁচে ফিরবেন কিনা, সেটি নিয়েই জেগেছিল সংশয়। তবে অলৌকিকভাবে প্রাণরক্ষা হওয়া সেই পান্ট দীর্ঘদিন প্রচেষ্টায় খেলার মতো ফিট হয়েছেন। আগামী মার্চে শুরু হওয়া আইপিএলে তাকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে।
শুধু খেলবেন না, আইপিএলে দিল্লির অধিনায়ক হয়েই ফিরছেন পান্ট। এই তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজন পার্থ জিন্দাল।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ক্রিকেট থেকে ছিটকে পড়েন পান্ট। তবে আইপিএলের আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে উইকেটরক্ষক এই ব্যাটারকে। পান্টের ফেরা নিয়ে জিন্দাল বলেন, পান্ট টুর্নামেন্টের প্রথমার্ধে কেবল একজন ব্যাটার হিসেবে খেলবেন।
ক্রিকইনফোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘রিশাভ ব্যাটিং করছে, রানিং করছে। সে উইকেটকিপিংও শুরু করেছে। মনে হচ্ছে সে আইপিএলে পুরো ফিট হয়েই খেলতে পারবে। আমি আশা করছি সে আইপিএল খেলবে এবং প্রথম ম্যাচ থেকে দলকে নেতৃত্বও দেবে।’
তিনি আরো বলেন, ‘প্রথম সাত ম্যাচে আমরা তাকে কেবল ব্যাটার হিসেবে খেলাব, দেখব তার বডি কেমন রিয়েক্ট করছে। আইপিএলের বাকি ম্যাচগুলো নিয়ে আমরা সব দেখেবুঝে সিদ্ধান্ত নেব।’
আইপিএলের এবারের আসরটি মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস।