জম্মু-কাশ্মীরে ভয়াবহ তুষারধস, পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে ভয়াবহ তুষারধসের ঘটনায় একজন রুশ পর্যটক নিহত হয়েছেন। এ ছাড়া আরো একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অঞ্চলটির পাবর্ত্য এলাকা গুলমার্গে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জলাবায়ু পরিবর্তনের প্রভাবে ফেব্রুয়ারির শেষের দিকে এ ধস দেখা দিয়েছে। এতে রুশ পর্যটক নিহত এবং অপর এক পর্যটক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আরো পাঁচ পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশি ওই পর্যটকের দল স্থানীয় গাইড ছাড়াই স্কি করতে গিয়েছিলেন। সেখানকার কংডুরি অঞ্চলে তুষারধসে তারা আটকা পড়েন। খবর পেয়ে সেনা ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। পরে প্রতিকূল পরিবেশের কারণে অভিযানে যোগ দেয় হেলিকপ্টারও।
ভারতের এ সংবাদমাধ্যম জানিয়েছে, তুষারধসের কারণে বুধবার শ্রীনগর-লেহ সড়ক বন্ধ হয়ে গেছে। গত তিন দিন ধরে কাশ্মীরে ভারী তুষারপাত চলছে। এর ফলে উপত্যকার পার্বত্য এলাকায় তুষার ধসের ঘটনা বাড়ছে।