আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ হজ যাত্রী নিহত, আহত তিন
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা -আশাশুনি সড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ যাত্রী নিহত হয়েছ। আহত হয়েছেন ৩ যাত্রী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৭.৩০ টার দিকে সড়কের বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া ইউনিয়নের মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। এরা দুজনই পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৫৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) পাইকগাছা থেকে ইজিবাইকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থান নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ন- ১৯-৫৫৬০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।এবং নিহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।