সাতক্ষীরায় ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মীর্জা মনিরুজ্জামান কাকন, মো. লুৎফর রহমান সৈকত, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা কোচ মো. আলতাফ হোসেন, একরামুল হোসেন লালু প্রমুখ।
খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে হারিয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।