শ্যামনগরে ভারতীয় ঔষধসহ চোরাকারবারি আটক
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় ঔষধসহ এক চোরাকারবারির আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ।বুধবার দিবাগত রাতে কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কালিন্দী নদী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় । এসময় একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেন খান (৩৩) কে আটক করা হয়। আটককৃত চোরাকারবারী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালীর গ্রামের বাসিন্দা।সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে বারটার দিকে শ্যামনগর থানার পাঁচ গাঙ্গের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসমসয় সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেন খানকে আটক করা হয়। একই সাথে ০১টি দেশীয় দা এবং একটি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় অবৈধ ঔষধ এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।