আশাশুনিতে মৎস্য সম্পদ রক্ষায় কম্বিং অপারেশনে জাল পুড়িয়ে বিনষ্ট
আশাশুনি প্রতিনিধি: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে আশাশুনির বিভিন্ন নদ-নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে আশাশুনির খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশন” পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এসময় নদী থেকে অবৈধ ২টি বেহুন্দী জাল এবং ৭টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আটককৃত জাল দয়ারঘাট স্কুল সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, নদীতে বাগদা, হরিণা ও গলদা চিংড়ির রেণু আহরণ করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর এসব অবৈধ জাল নির্মূলে বিশেষ অপারেশন অব্যহত থাকবে।