তালায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালন
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার (২১ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসন তালা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরবর্তীতে প্রভাতফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মমিনুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার ময়নুল ইসলাম,খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি প্রমুখ।
তুমুল বৃষ্টির মধ্যেও আপামর জনতার ঢল নামে মহান শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।